এইমাত্র
  • শাহীন চাকলাদারের ৫৩ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা
  • মানুষের কল্যাণে কাজ করুন, উপদেষ্টাদের রিজভী
  • বহুল প্রতিক্ষীত দেশের সর্ববৃহৎ যমুনা রেল সেতু উদ্বোধন আগামীকাল
  • বিদ্যুৎ সাশ্রয়ে রাত ১১টা-সকাল ৭টা সেচ কার্যক্রম চালানোর অনুরোধ
  • এবার যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইলেন ফরাসি এমপি
  • সাংবাদিককে ফাঁসানোর চেষ্টাকারী মাদকের সেই দিদারুলকে ‘স্ট্যান্ড রিলিজ’
  • কাঠগড়ায় কাঁদার পর হাসতে হাসতে হাজতখানায় যান সাবেক মন্ত্রী শাজাহান
  • রমজানের প্রথম ১০ দিনে ৩৩ ভিক্ষুককে গ্রেফতার করেছে দুবাই পুলিশ
  • ময়মনসিংহে ছদ্মবেশে থাকা নারীসহ আরাকান আরসার ৪ সদস্য আটক
  • এপ্রিলে শুরু হতে যাচ্ছে পুলিশ সপ্তাহ, গুরুত্ব পাবে নাগরিক মতামত
  • আজ সোমবার, ৩ চৈত্র, ১৪৩১ | ১৭ মার্চ, ২০২৫

    প্রধান

    সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন গাজী জসীম

    পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন গাজী জসীম উদ্দিন।


    সোমবার (১৭ মার্চ) সিআইডির ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।


    সিআইডি জানায়, গতকাল রোববার (১৬ মার্চ) গাজী জসীম উদ্দিন, ডিআইজি (এইচআরএম) সিআইডি, বাংলাদেশ পুলিশের ভারপ্রাপ্ত অ্যাডিশনাল আইজি হিসেবে সিআইডি প্রধানের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন।


    পোস্টে আরও বলা হয়, চলতি মাসের ০৯ মার্চ সিআইডি প্রধান, অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে সিআইডি থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে। এমতাবস্থায় নতুন কোনো কর্মকর্তা সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসীম উদ্দিন এই দায়িত্ব পালন করবেন।


    এমআর-২

    সরকার প্রধান ইউনুস সাহেবকে আমরা সহযোগিতা করতে চাই, সালাম পিন্টু

    বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুস  সালাম পিন্টু বলেছেন, বর্তমান সরকার প্রধান ইউনুস সাহেবকে আমরা সহযোগিতা করতে চাই। সে যদি সুন্দর কাজ করে আমরা তাদের সহযোগিতা করতে চাই, এবং তার বিভিন্ন কাজে আমাদের দল সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। 


    কিন্তু যে জিনিসটার জন্য আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, সেটি হচ্ছে এই দেশে একটি সুষ্ঠ নির্বাচন। গণতন্ত্র প্রতিষ্ঠা করা। ৭৪ সালের দূর্ভিক্ষে মানুষ প্রাণ দেয় নাই, লুণ্ঠন করে নাই, কিন্তু গণতন্ত্রের জন্য বিভিন্ন সময়ে মানুষ প্রাণ দিয়েছে। তাই আমি মনে করি গণতন্ত্র প্রতিষ্ঠা করা অপরিহার্য হয়ে পড়েছে। তাই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি নির্বাচন দরকার। যাতে এদেশের মানুষ তাদের ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে এবং সরকার গঠন করতে পারে সেই ব্যাবস্থা করা দরকার। একটি সুষ্ঠ, সুন্দর নিরপেক্ষ নির্বাচন হওয়া দরকার। যে ক্ষমতায় আসবে তাঁকেই আমরা স্যালুট দিব, কিন্তু জনগনের ভোট জনগনকেই দিতে হবে। জনগনের ভোটাধিকার ফেরত দেয়ার জন্য আমি আবেদন জানাব।


    রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। 


    তিনি আরও বলেন, সরকারের কাছে আবেদন জানাব, আপনারা সংস্কার করেন, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু দ্রুত সংস্কার শেষ করে একটি সুষ্ঠ নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগনের ভোটাধিকার জনগনের কাছে ফেরত দিবেন, এবং একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।


    বাংলাদেশের মানুষের মধ্যে অনেক ক্ষোভ আছে, দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে, গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে, জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, ভ্যাট বেড়ে যাচ্ছে,  মানুষের ক্রয় ক্ষমতা তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই বিষয়গুলো সরকারকে খেয়াল রাখতে হবে।


    জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে জিনিসগুলো নিয়ে আসতে হবে, আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় সন্ত্রাস, চাঁদাবাজি করে যাচ্ছে। তাদেরকেউ প্রতিরোধ করতে হবে। দেশটা সুন্দর ভাবে চলে তার ব্যাবস্থা করতে হবে। সেই জন্য আমি মনে করি বিএনপির ভাইয়েরা, বিএনপির অঙ্গসংগঠনের ভাইয়েরা, আমাদের জনগনের আস্থা অর্জন করতে হবে। জনগনের ভালোবাসা অর্জন করতে হবে। জনগনের আস্থা এবং ভালোবাসার মধ্য দিয়ে আমরা তাদের পাশে থাকতে চাই।


    আওয়ামী লীগ সরকার বিনা ভোটে ক্ষমতায় এসে মানুষকে নির্যাতন অত্যাচার করেছে। বাংলাদেশের হাজার হজার কোটি টাকা পাচার করে বিদেশে অট্টালিকা করেছে। আল্লাহ তাদের বার বার সুযোগ দিয়েছেন কিন্তু ছাড় দেন নাই। আল্লাহর রহমতে তাদের পতন হয়েছে। আমি জেলে ছিলাম, আপনারাও জেলে ছিলেন। কেউ মুখ খুলতে পারেন নি। কেউ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারেন নাই। আমি মনে করি আপনারাও এক প্রকার জেলে ছিলেন। একটি আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে।



    সালাম পিন্টু বলেন, কোনদিন দিন কল্পনা করিনি আপনাদের সাথে মিলিত হবো। কবে মৃত্যুবরণ করবো কবে ফাঁসির কাস্টে ঝুলবো এর মধ্য দিয়ে আমার কয়েকটি বছর কেটে গেছে। কিন্ত আল্লাহর রহমতে মুক্তি লাভ করেছি। 



    বিএনপি'র কেন্দ্রীয় এ নেতা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। ৭৪ সালের দূর্ভিক্ষে মানুষ খেত পায় নাই, সেই সময় কলা পাতায় মানুষ দাফন করা হতো। সেই সময় তিনি দেশকে রক্ষা করেছিলেন।  দেশের আনাচে কানাচে উৎপাদন ব্যাবস্থা দ্বিগুন তিনগুন করার পরিকল্পনা করেছিলেন। খাল খনন প্রকল্প কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের কৃষি উৎপাদন ব্যবস্থা দ্বিগুন থেকে দ্বিগুনত্বর করেছিলেন। তলাবিহীন ঝুড়ি থেকে শক্তিশালী বাংলাদেশে পরিনত করার চেষ্টা করেছিলেন। কৃষি উৎপাদন বাড়ানোর সাথে সাথে শিল্প ব্যবস্থার বিপ্লব ঘটিয়েছিলেন। যখন বুঝতে পারলো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তখন তারা জিয়াউর রহমানকে হত্যা করলো। 



    অলোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওসমান গনির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপি'র সাধারন সম্পাদক লুৎফর রহমান গিয়াসসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 


    এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন নান্নু, উপজেলা বিএনপির সহসভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, অলোয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম হাসান প্রমুখ।


    এনআই

    চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ২৮ মার্চ: প্রেস সচিব

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।


    রোববার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি ।


    শফিকুল আলম বলেন, চীন সফরে দেশে বিনিয়োগ বাড়ানোর দিকে জোর দেবেন প্রধান উপদেষ্টা। সবার কাছে গ্যাস সরবরাহ করার জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। আশা করছি, দ্রুতই এ সমস্যাগুলো আর থাকবে না।

     

    এ ছাড়া দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হবে বলেও জানিয়েছেন প্রেস সচিব। আসন্ন এই সফরের আগে বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানান প্রেস সচিব।

     

    তিনি আরও জানান, জাতিসংঘের মহাসচিব দেশের সংস্কারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আন্তর্জাতিক প্রক্রিয়ায় সংস্কার হবে না। এটা পুরোটাই হবে নিজস্ব প্রক্রিয়ায়। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক মহলের সবাই আমাদের সমর্থন দেয়ার কথা বলছেন। তবে এ সমর্থন আমরা নেবো কিনা সেটা এখনও বলা যাচ্ছে না।


    এমআর-২

    ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী

    কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক কেন্দ্রীয় ব্যাংকার মার্ক কার্নি। শুক্রবার দেশটির ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।


    শপথ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে মার্ক কার্নি বলেন, কানাডা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। এসময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ৫১তম অঙ্গরাজ্যের ধারণাকে ‘পাগলামি’ বলে আখ্যা দেন তিনি।


    কানাডায় জাস্টিন ট্রুডো যুগের অবসান ঘটিয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মসনদে বসেছেন মার্ক কার্নি। স্থানীয় সময় শুক্রবার গভর্নর জেনারেল মেরি সাইমন-এর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শপথ নেন কার্নি। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজা চার্লসের ব্যক্তিগত প্রতিনিধি সাইমন। 


    শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে অভ্যন্তরীণ এবং কূটনৈতিক বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দেন কার্নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বাণিজ্য যুদ্ধের’ মোকাবিলা করতে প্রস্তুতি নিচ্ছে তার প্রশাসন। তবে, বিভিন্ন কূটনৈতিক বিষয়ে সমঝোতায় আসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন নতুন প্রধানমন্ত্রী।


    শপথের পর গভর্নর জেনারেলের সঙ্গে হাত মেলান কার্নি, পরে তারা ফটোসেশনে অংশ নেন। এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করেন তিনি। কার্নির নতুন মন্ত্রিসভায় আন্তর্জাতিক বাণিজ্য ও আন্তঃসরকার সম্পর্ক বিষয়কমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ডমিনিক লেব্লাঙ্ক। অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেইন। এছাড়া সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এখন পরিবহণ ও অভ্যন্তরীণ বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। 

    কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

    রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের উদ্দেশ্যে কক্সবাজারে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।


    আজ শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যোগে তিনি কক্সবাজারে পৌঁছানো। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।


    বিমানবন্দরে তাদের স্বাগত জানান কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও পুলিশ সুপার।


    কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, আজ দুপুর ১টায় কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছেছে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিবকে বহনকারী বিমান।


    কক্সবাজারে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস উখিয়ায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন।  


    জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন।


    পরিদর্শন ও ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।


    এবি 

    মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার

    মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে ন্যাক্কারজনক এ কাণ্ডে জড়িত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশও দিয়েছেন তিনি। 


    বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।


    প্রেস উইং জানায়, মাগুরায় নির্যাতিত শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিশ্বাস ত্যাগ করেছে। চিকিৎসকরা দুপুর ১টায় শিশুটিকে মৃত ঘোষণা করেছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।


    প্রেস উইং আরও জানায়, শিশুটিকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার জন্যও নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। 


    এর আগে, এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি ১৩ মার্চ দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

     

    আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মিলিত সামরিক হাসপাতালের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃৎস্পন্দন ফিরে আসেনি।


    বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে। শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।


    আট বছরের শিশুটি গত বুধবার (৫ মার্চ) বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয়। শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (৭ মার্চ) রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

     

    পরে শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ছয়টায় শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় ভর্তি করা হয়। শিশুটির চিকিৎসায় সিএমএইচের প্রধান সার্জনকে প্রধান করে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। বোর্ডে ছিলেন- সার্জিক্যাল বিশেষজ্ঞ, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ, প্লাস্টিক সার্জন, শিশু নিউরোলজি বিভাগ, অ্যানেসথেসিয়া, শিশু হৃদ্‌রোগ বিভাগ, শিশু বিভাগের সার্জন, ইউরোলজি বিভাগ, থোরাসিক সার্জন বিভাগের চিকিৎসকেরা।


    এদিকে শিশুটিকে ধর্ষণের অভিযোগে করা মামলার চার আসামির মধ্যে তিনজন পুরুষের ডিএনএ পরীক্ষার জন্য এরইমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে তিন আসামিকে মাগুরা থেকে ঢাকায় সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবে আনা হয়। একই সঙ্গে শিশুটির ডিএনএ নমুনাও জমা দেওয়া হয়।


    এমআর-২

    ২য় শ্রেণির মর্যাদা পাবেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ হাজার প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন। সেই সঙ্গে এখন থেকে ১০ম গ্রেডে সব প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।


    আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।


    ২০২২ সালের ৬ জানুয়ারি এ বিষয়ে রায়ের বিরুদ্ধে সরকারের করা আপিলের চূড়ান্ত শুনানি শেষে আপিল খারিজ করে দিয়ে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের ওই রায় দীর্ঘ তিন মাসেও কার্যকর না করায় প্রধান শিক্ষকেরা আদালত অবমাননার মামলা করেন।


    পরে একই বছরের ২৭ জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ কেন সর্বোচ্চ আদালতের রায় কার্যকর না করে আদালতকে অবজ্ঞা করার অপরাধে বিবাদীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, মর্মে এক মাসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। এর প্রেক্ষিতে দুই দিন আগের তারিখে সিভিল রিভিউ পিটিশন দায়ের করে মন্ত্রণালয়।


    পরবর্তীতে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে সিভিল রিভিউ পিটিশনটি নিষ্পত্তি করে রায় দেন। এর ফলে হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের ওই রায় কার্যকরে আর কোনো বাধা রইলো না।


    এর আগে হাইকোর্ট ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড করাসহ গেজেটেড পদমর্যাদা দেওয়ার নির্দেশ দেন। প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয় ক্ষেত্রেই প্রবেশ পদে বেতন স্কেল দশম গ্রেড করতে নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে গেজেটেড পদমর্যাদা ২০১৪ সালের ৯ মার্চ থেকে কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে প্রধান‌ শিক্ষকদের ১০ গ্রেডে উন্নীতের পথে বাধা সৃষ্টি হয়।


    এরপর বারবার চেষ্টা করেও আওয়ামী শাসন‌ আমলে মামলাটির শুনানি করতে ব্যর্থ হন আইনজীবী। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গুরুত্ব দিয়ে মামলাটি নিষ্পত্তি করে আপিল বিভাগ। এদিকে, এই রায়ে সন্তুোষ প্রকাশ করেছেন রিটকারী প্রধান শিক্ষকেরা।


    এবি 


    রোহিঙ্গাদের নিয়ে আইসিজে মামলায় আমরা সফল হতে চাই: প্রধান উপদেষ্টা

    রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে প্রায় সাড়ে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। সেই  নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে ২০১৯ সালের ১১ই নভেম্বর আইসিজেতে মামলা দায়ের করে আফ্রিকার মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া। সেই মামলার সফল হওয়ার জন্য গাম্বিয়ার পাশের থাকার প্রতিশ্রুতি দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


    বুধবার (১২ মার্চ ) গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু তাঙ্গারা ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাক্ষাৎ করতে আসলে তিনি এ প্রতিশ্রুতি দেন।


    গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টাকে মিয়ানমারের বিরুদ্ধে তার দেশের দায়ের করা গণহত্যা মামলা সম্পর্কে অবহিত করে বলেন, এই মামলাটি নিপীড়িত রোহিঙ্গা মুসলমানদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে করা হয়েছে এবং চলমান রয়েছে।


    তাঙ্গারা বলেন, আমি আপনাদের নিশ্চিত করতে পারি যে, গাম্বিয়ার রাষ্ট্রপতি এই বিষয়টি সমর্থন করছেন এবং বিষয়টি নজরে রাখছেন। আমরা এটিকে পুনরায় আলোচনায় আনতে চাই।


    তিনি আরও বলেন, গাম্বিয়ার রাষ্ট্রপতি এবং গাম্বিয়ার জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। রোহিঙ্গা জনগণের স্বার্থে কাজ করার জন্য এবং মামলার সফল নিষ্পত্তির জন্য আফ্রিকান দেশটির অবিচল প্রতিশ্রুতি এবং অব্যাহত প্রচেষ্টার জন্য ড. ইউনূস গাম্বিয়াকে ধন্যবাদ জানান।


    প্রধান উপদেষ্টা গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এই মামলাটি সফল হতে চাই। আমরা আপনার সমর্থন চাই। এটি আমাদের জন্য একটি বড় সাহায্য।


    মামাদু টাঙ্গারা অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার কূটনৈতিক প্রচেষ্টা রোহিঙ্গা জনগণকে মর্যাদাপূর্ণ জীবন যাপনে সহায়তা করবে বলে জানান।


    আপনি গাম্বিয়ার একটি পরিচিত নাম। আপনার উজ্জ্বলতার কারণে, আন্তর্জাতিক সম্প্রদায় সর্বদা আপনার সঙ্গে থাকবে বলেও জানান তিনি।


    অধ্যাপক ইউনূস রোহিঙ্গা জনগণের জন্য সাহায্য সংগ্রহের জন্য ঢাকার প্রচেষ্টা এবং রাখাইনে মানবিক সহায়তা, বাস্তুচ্যুতদের খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদানের জন্য আহ্বান তুলে ধরেন।


    প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে আরও গভীর বাণিজ্য ও সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন,  আমরা আপনাকে কীভাবে সাহায্য করতে পারি তা আমাদের জানান।


    জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে যৌথভাবে কাজ করার জন্য একটি চুক্তি স্বাক্ষরের জন্যও দুই নেতা সন্তুষ্টি প্রকাশ করেন। তারা আফ্রিকার লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করতে এবং মহাদেশের কিছু সহিংসতা-পীড়িত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ক্ষুদ্র ঋণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।


    রোহিঙ্গা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান এবং বাংলাদেশ সরকারের এসডিজি বিষয়ক প্রধান সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ বৈঠকে উপস্থিত ছিলেন।


    এমআর-২

    সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

    বিশিষ্ট শিল্পপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।


    বুধবার (১২ মার্চ) প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা এক শোকবার্তায় বলেছেন, সৈয়দ মঞ্জুর এলাহী বাংলাদেশের উদ্যোক্তা জগতে এক অনন্য ব্যক্তিত্ব। তিনি একজন দেশপ্রেমিক ব্যবসায়ী ছিলেন। দেশের চামড়া শিল্পকে এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার একান্ত পরিশ্রমে এপেক্স ফুটওয়্যার দেশের শীর্ষস্থানীয় জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান হয়ে ওঠে।


    ১৯৯৬ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারে সৈয়দ মঞ্জুর এলাহী যোগাযোগ, নৌপরিবহন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন, ডাক ও টেলিযোগাযোগ এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০০১ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারে কৃষি, নৌপরিবহন, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।


    দায়িত্ব পালনকালে তার দক্ষতার প্রশংসা করে প্রধান উপদেষ্টা আরও বলেন, সংগঠক হিসেবেও তার অসামান্য কৃতিত্ব রয়েছে। তিনি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকার সভাপতির দায়িত্ব পালন করেছেন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্যও ছিলেন তিনি।


    প্রফেসর ইউনূস বলেন, বাংলাদেশের উদ্যোক্তা জগতে সবার শ্রদ্ধাভাজন, দেশপ্রেমিক শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে আমি গভীর শোক জানাই। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।


    এবি 

    রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ পড়ানোর নির্দেশনা চেয়ে রিট

    রাষ্ট্রপতিকে দেশের প্রধান বিচারপতি শপথবাক্য পাঠ করাবেন মর্মে নির্দেশনা চেয়ে রিট আবেদন দায়ের করা হয়েছে।


    সোমবার (১০ মার্চ) গীতিকবি ও সংবিধান বিশ্লেষক শহীদুল্লাহ ফরায়জীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফারুক এই রিট আবেদন করেন।


    ব্যারিস্টার ফারুক বিষয়টি নিশ্চিত করেন। রিটে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।


    রিটের যুক্তিতে গীতিকবি ও সংবিধান বিশ্লেষক শহীদুল্লাহ ফরায়জী জানান, বিশ্বের অধিকাংশ দেশে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টকে শপথবাক্য পাঠ করান সেই দেশের প্রধান বিচারপতি। সংসদীয় সরকার পদ্ধতি বা রাষ্ট্রপতিশাসিত সরকার পদ্ধতির দেশেও রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন প্রধান বিচারপতির কাছে। এটা বিশ্বব্যাপী সাংবিধানিকভাবে স্বীকৃত ও প্রতিষ্ঠিত রেওয়াজ।


    কিন্তু বাংলাদেশে এর ব্যত্যয় দেখা যাচ্ছে। আমাদের দেশের রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার। রাষ্ট্রের প্রধানের শপথ গ্রহণের ক্ষেত্রে বিচার বিভাগকে উপেক্ষা করা প্রকারান্তরে রাষ্ট্রের তিন বিভাগের মধ্যে ভারসাম্য বিনষ্ট করা। এতে সংবিধানের গভীর দার্শনিক ভিত্তি থেকে রাষ্ট্র বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই দার্শনিক ভিত্তি হচ্ছে- রাষ্ট্রপতি সংসদ কর্তৃক নির্বাচিত হয়ে প্রধান বিচারপতির কাছে শপথ গ্রহণ করে রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন, এটাই হচ্ছে প্রজাতন্ত্রের অবিচ্ছেদ্য সাংবিধানিক নির্দেশনা।


    বাংলাদেশে দুটি পদকে সংবিধান প্রজাতান্ত্রিক মর্যাদা দিয়েছে। পদ দুটি হলো- রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি। (এই দুজনের পদ এবং পদবির সঙ্গে প্রজাতন্ত্রের নাম জড়িত) সংবিধানের ৪৮(১)-এ বলা হয়েছে, ‘বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকিবেন। যিনি আইন অনুযায়ী সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হইবেন। রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করিবেন।’ সংবিধানের ৯৪ (২)-এ বলা হয়েছে, “প্রধান বিচারপতি যিনি ‘বাংলাদেশের প্রধান বিচারপতি’ নামে অভিহিত হইবেন।’


    ‘৭২ সালের সংবিধানে প্রজাতন্ত্রের বৈশিষ্ট্য ও প্রধান বিচারপতির মর্যাদা সুরক্ষার প্রশ্নে শপথ ও ঘোষণার তৃতীয় তফসিলে বলা হয়েছিল, ‘রাষ্ট্রপতি, স্পিকার এবং ডেপুটি স্পিকারের শপথ প্রধান বিচারপতি কর্তৃক পরিচালিত হইবে।’ এগুলো আইনবিভাগ ও শাসনবিভাগের সঙ্গে বিচারবিভাগের ভারসাম্যপূর্ণ নীতি, যা সংবিধান প্রণয়নের সময়ই চূড়ান্তভাবে নির্ধারিত।


    এমআর-২

    না পারলে ক্ষমতা ছেড়ে দিন, প্রধান উপদেষ্টাকে দুদু

    দেশে অব্যাহতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে, তা সামলাতে না পারলে ড. মুহাম্মদ ইউনূসকে ক্ষমতা ছেড়ে দিতে বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 


    সোমবার (১০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টির উদ্যোগে আয়োজিত ‘সারা দেশে আইনশৃঙ্খলার অবনতি, সাধারণ মানুষ নিরাপত্তাহীন এবং জনগণ ভোট চায়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 


    প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে শামসুজ্জামান দুদু বলেন, শিশু ধর্ষণ হচ্ছে। রাস্তায় যাকে খুশি, যাকে পাচ্ছে কোপাচ্ছে। এজন্য কি গণঅভ্যুত্থান হয়েছে? এর জন্য কি আপনি রাষ্ট্রক্ষমতায় এসেছেন? না পারলে ক্ষমতা ছেড়ে দিন।


    তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের বয়স ৮ মাস চলছে। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে কিছু কাজ তিনি দ্রুত করেছেন। সেই কাজগুলো হলো— তিনি তার নিজের মামলাগুলো দ্রুত প্রত্যাহার করিয়ে নিয়েছেন। তিনি তো গণ-আন্দোলনে ছিলেন না। কোনো গণ-আন্দোলনের কারণে তার নামে মামলা হয়নি। কি কারণে হয়েছিল, সেটা আর না বলি। তবে, সেই মামলাগুলো দ্রুত প্রত্যাহার করিয়ে নিয়েছেন।


    শামসুজ্জামান দুদু বলেন, আপনার বিরুদ্ধে কথা বলতে আমার খারাপ লাগছে এই কারণে যে, আপনাকে আমরাই ক্ষমতায় রেখেছি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেসব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, তারাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি। কিন্তু, আপনি আপনারটা বাদে অন্য কিছু চিন্তা করতে পারছেন না। আপনার সঙ্গে ফায়সালা এখনো করিনি। সেজন্য রাস্তায়ও নামি নাই। আমরা রাস্তায় নামলে আপনাদের কি অবস্থা হবে, সেটা আমরাও জানি, আপনারাও জানেন।


    তিনি বলেন, শেখ হাসিনার বিচার ছয় মাসের মধ্যেই হতে পারতো। কিন্তু বিচারের নামে এখন যা হচ্ছে, মানুষ ভুলতে বসেছে। তরুণরা বলছে, বিচারের আগে নির্বাচন হবে না। বিচার তো মনে হয় হবে না, তাই বলে কি নির্বাচনও হবে না? যদি উদ্যোগী হন, তাহলে এক বছরের বিচারকার্য তিন মাসে করা সম্ভব।


    এমআর-২

    পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

    শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। আজ সোমবার (১০ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। আমিনুল ইসলাম নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 


    এর আগে গত ১০ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ দেয়া হয়।


    প্রসঙ্গত, অধ্যাপক এম আমিনুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি ২০০২ সালের ১৫ আগস্ট থেকে ২০০৬ সালের ১৪ আগস্ট পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবং ২০০৬ সালের ২৩ অক্টোবর থেকে ২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।


    এবি 

    Loading…